দুবাই তে অনুষ্ঠিত জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলনে ডাক পেলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার তিন নেতা।
কাজী আহসানুল হাবীব কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি
আগামী ৫ ও ৬ অক্টোবর ২০২৩ইং দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ কর্তৃক আয়োজিত জলবায়ু সম্মেলন (গ্লোবাল রেজিলিয়েন্স ফোরাম)।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পরিচালক (আইসিটি) মোঃ রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আকাশ ও অর্গানাইজেশন সেক্রেটারি মোঃসফিকুল ইসলাম চুড়ান্ত ভাবে দুবাই যাবার অনুমোদন পেয়েছেন।
এব্যাপারে অংশগ্রহণ বিষয়ে কর্মপরিকল্পনা ও করনীয় শীর্ষক আলোচনা, সম্পন্ন করেছেন সংস্থার কর্মকর্তা বৃন্দ।
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম আকাশের সাথে সাক্ষাতে জানা যায়, উক্ত তিন জন ছাড়াও আরও ২ জন মানবাধিকার কর্মী উক্ত জলবায়ু সম্মেলনে দুবাই যেতে পারবেন।
মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালনের কারণেই, জাতি সংঘ উক্ত সংস্থাটিকে সম্মেলনে আমন্ত্রন জানিয়েছেন,বলে জানা যায়।
কালিয়াকৈরের বাড়ৈপাড়া এলাকার মো:শহিদুল ইসলাম আকাশ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থায় নিয়মিত মানব কল্যানে কাজ করে যাচ্ছেন অনেক বছর ধরেই। তার সততা ও নিষ্ঠার মূল্যায়ন করে উক্ত সংস্থা তাকে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে ভুষিত করেছেন।
প্রতিষ্ঠানের কেন্দ্রে তার কর্মদক্ষতায়, সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলা ও জেলা কমিটি গঠন করা হচ্ছে প্রতিনিয়ত ।তার সাথে সাক্ষাত করে জানতে পেরেছি যে, বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে অনেক আগ্রহী প্রার্থী তার অফিসে সি ভি জমা দিচ্ছেন। নতুন মানবাধিকার কর্মী নিয়োগ পেয়েছেন,এরকম তিন জনের আই ডি কার্ড ও আমাকে দেখান।
মানবাধিকার বাস্তবায়ন এর ক্ষেত্রে , বিধি মোতাবেক সমস্ত কাজই তিনি নিষ্ঠার সাথে সম্পুর্ন করে যাচ্ছেন এবং উক্ত সংস্থার নাম উজ্জ্বল করতে, জনগনের জন্য কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও মানবকল্যান অব্যাহত থাকবে বলে শহিদুল ইসলাম আকাশ জানান।
দুবাইয়ের জলবায়ু সম্মেলনের পরে তিনি মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কর্মপরিকল্পনার রুপরেখা প্রনয়ন করবেন বলে ও আশা ব্যাক্ত করেছেন।