টাঙ্গাইলে মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন
টাঙ্গাইলে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে বাঁধা প্রদান করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাংগাইল জেলা মহিলাদলের সাধারন সম্পাদক এডভোকেট রক্সি মেহেদীর সঞ্চালনায় ও টাংগাইল জেলা মহিলাদলের সভানেত্রী নিলুফার ইয়াছমিন এর সভাপতিত্বে শহরের কোর্ট চত্তর থেকে একটি বিশাল র্যালী বের হয়ে বটতলা বাজার এলাকায় পৌছালে তাতে বাধাঁ প্রদান করে পুলিশ। পরে সেখানেই বিক্ষোভ করে মহিলা নেত্রীবৃন্দরা। বিক্ষোভ শেষে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন টাংগাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও টাংগাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সহসভাপতি রেবেকা পারভীন যুগ্ম সম্পাদক খালেদা আক্তার স্বপ্না,সাংগঠনিক সম্পাদক সুলতানা বিলকিস লতা প্রমূখ। এছাড়া প্রতিটি উপজেলার মহিলা নেত্রীরা র্যালী ও সমাবেশে অংশগ্রহন করেন ও অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়,