সমাজ, সামাজিক সংগঠন ও তরুণ প্রজন্মের প্রত্যাশা।
————————————————————–
মোঃ হাসানুর জামান বাবু।
বর্তমানে আমাদের দেশের মোট জনসংখ্যার সিংহভাগই হচ্ছে তরুণ প্রজন্ম। আর এ তরুণ প্রজন্মই প্রতিটি দেশ, জাতি ও রাষ্ট্রের মূল হাতিয়ার। যে দেশের তরুণ প্রজন্ম যত দক্ষ, সে দেশ তত উন্নত। বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তরুণদের হাত ধরে বিশ্বের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের ব্যাপক বিকাশ ঘটেছে। বিশেষ করে বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে তরুণরা ব্যাপক ভূমিকা রাখছে। আগামীর সম্ভাবনা ও দেশের কাক্সিক্ষত উন্নয়নে তরুণরাই যেন আশার প্রদীপ। সৃজনশীলতা চর্চার মাধ্যমে তরুণরা দক্ষ ও সুনাগরিকে পরিণত হচ্ছে।
সামাজিক উন্নতির লক্ষ্যে তরুণরা বেশ ভূমিকা রাখছে। বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। তরুণ প্রজন্ম ও সমাজ একে অপরের সঙ্গে সম্পর্কিত। সমাজকে কেন্দ্র করে বর্তমানে বিভিন্ন সংগঠনের জন্ম হচ্ছে। প্রতিটি সামাজিক সংগঠন দেশের তরুণ প্রজন্মের জন্য আশীর্বাদস্বরূপ। কেননা এসব সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে একজন নাগরিকের মাঝে দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে এসব সংগঠন দেশের তরুণ প্রজন্মের জন্য সহশিক্ষা হিসেবে কাজ করছে। দেশের বিভিন্ন সংকটে সামাজিক সংগঠন ব্যাপক তাৎপর্য ভূমিকা রাখছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, বর্তমানে সমাজে রয়েছে অসংখ্য নামে-বেনামে সামাজিক সংগঠন। প্রতিটি সংগঠনের থাকে বেশকিছু নীতিমালা কিংবা লক্ষ্য-উদ্দেশ্য। এসব শর্ত যতটা পূরণ করা হচ্ছে, তার বেশিরভাগই যেন কল্পনার সাগরে। বিশেষ করে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এসব ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। অমুক-তমুক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, কিংবা সদস্য দায়িত্ব পাওয়ার পর সবাই তাদের একাধারে ‘অভিনন্দন ও