সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
Spread the love

সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ আশিকুল ইসলাম,  প্রতিনিধি:

সিরাজগঞ্জে  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পরিবর্তনশীল শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে-

শুক্রবার (৮ সেপ্টেম্বর)  সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের  উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখ হতে  র‌্যালি বের হয়ে প্রদর্শন করার পরে শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলাপ্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনা ) মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি মোঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ ফরহাদ হোসেন আজাদ।

শিক্ষকদের মধ্যে হতে বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, উপানুষ্ঠানিকের শিক্ষক- শিক্ষার্থীগন, বেসরকারি এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ সংস্থা (ইউনেস্কো) ৮ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে।  ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীতা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এদিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031