আলমডাঙ্গা প্রাগপুরে ৫ হাজার পিস তালের বীজ ও চারা রোপন।
আলমডাঙ্গায় প্রাগপুর ড্রিম এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বজ্রপাত নিরোধন ও পরিবেশ সুরক্ষার জন্য ৫ হাজার পিস তালের বীজ ও চারা রোপন কর্মসূচি ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টার সময় আলমডাঙ্গা উপজেলা হারদী ইউনিয়ন, প্রাগপুর, বাগন্দী বাজারে,আশিকুজ্জামান ওল্টু সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের, উপস্থিতিতে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাগপুর ক্যাম ইনচার্জ এস আই খায়রুল ইসলাম,
মোঃ শামীম রেজার উপস্থাপনায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাগপুরে মেম্বার আজিজুল হক,মো. সিদ্দিকুর রহমান, মো.
জিলুর রহমান, মোঃতানশেন হক,আমিরুল,
কায়সার আলী ঝড়ু,আমোয়ার হোসেন,এছাড় আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি স্নিগ্ধা দাস বলেন বজ্রপাত একটি স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ হলেও সাম্প্রতিক সময়ে ব্যাপক প্রাণহানি বেড়ে গেছে। বজ্রপাতে প্রাণহানি ও আহতের সংখ্যা কমাতে সবাইকে তাল গাছ রোপন করতে হবে। পাশাপাশি আপনার বাড়ির আশেপাশে কোন জায়গা পড়ে থাকলে যেকোনো গাছ লাগাতে পারেন।
প্রাগপুর ড্রিম এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের
টোটাল সদস্য সংখ্যা ৯২ জন
ফাউন্ডেশনের অর্থের উৎস
সরকারি, বেসরকারি চাকরিজীবী, প্রবাসী, ব্যবসায়ী স্বেচ্ছায় মাসিক অনুদান এর মাধ্যমে বিভিন্ন সময় গ্রামের যুব সমাজকে খেলার মাঠে নিয়ে আসতে প্রযোজনিয় ব্যবস্থা গ্রহন করা এছাড়াও গ্রামের ঐতিহ্যবাহী পুরোনো খেলাগুলি প্রতি বছর আয়োজন করা রমজানে অসহায় পরিবারকে ইফতারি প্রদান করা সহ ঈদ উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করা সহ বিভিন্ন কাজে সম্পৃক্ততা রয়েছে।