আলমডাঙ্গার জামজামী বাজারে আগুনে পুড়ে ছাই স্কাই নেটক্যাবল ও কসমেটিকস দোকান ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা জামজামী বাজারে আগুনে পুড়ে ছাই স্কাই নেটকেবল এন্ড কসমেটিক দোকানের মালামাল । শুক্রবার তিনটার দিকে জামজামী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে মিনিমাম ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুল আলিম।
কি ভাবে আগুন লেগেছে দোকান মালিকের কাছে জানতে চাইলে তিনি জানাই ধারণা করা হচ্ছে সট সার্কিট থেকে আগুন হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামজামী বাজার বণিক সমিতির সভাপতি গোলাম শওকত বিস্কুট। তিনি জানান আগুনের সংবাদ পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী,ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
দীর্ঘখন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দোকানের মালামাল ওনেক পুড়ে গেছে।
বাজার বণিক সমিতির সভাপতি বলেন ধারণা করা হচ্ছে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রিপোর্টার
আরিফুল ইসলাম