ছাতকে আপন মেয়ের পেঠে বাবার সন্তান
Spread the love

ছাতকে আপন মেয়ের পেঠে বাবার সন্তান

 

ছাতকে আপন মেয়ের পেঠে বাবার সন্তান ও ৪ মাসের পেগনেট।
সুনামগঞ্জের ছাতকে নিজের কিশোরী মেয়েকে ধর্ষনের অভিযোগে নরপশু বাবা’কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠাানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানে ঘটনাটির তথ্য-প্রমান পেয়ে বুধবার রাতে পুলিশ পাষন্ড মেয়ের বাবাকে আটক করে। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়েরকৃত মামলা দায়ের করেছেন। এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সুড়িরগাঁও গ্রামে।

বাবা কর্তৃক কিশোরী মেয়ে ধর্ষনের বিষয়টি প্রচারের পর উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, সুড়িরগাঁও গ্রামের বসবাসকারী ধর্ষনের অভিযোগে আটক ওই ব্যক্তি প্রায় ১০ বছর মধ্যপ্রচ্যে ছিলেন। দেশে আশার পর প্রায় একবছর স্ত্রী মারা যান। তার ২০ বছর বয়সী বড় ছেলে কয়েক বছর যাবৎ কুমিল্লায় দিনমজুরের কাজ করে। বাড়ীতে তার ২ বছর বয়সী য়েয়ে ও ১৩ বছর বয়সী কিশোরী এক মেয়ে রয়েছে। প্রায় ৪ মাস পূর্বে এক রাতে তার কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর আরও দু’দিন মেয়েকে ধর্ষণ করায় এক পর্যায়ে মেয়েটি আন্তসত্বা হয়ে পড়ে। মেয়েটির শারিরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যায় মেয়ের মামা ও নানি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সেখানকার এক নার্সকে দিয়ে হাসপাতালের বাইরে একটি কক্ষে নিয়ে তার গর্ভপাত ঘটনো হয়। ধীরে ধীরে এই অপকর্মের খবর গ্রামের চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় মাতব্বরগণ বিষয়টি ধামাচাঁপা দেওয়ার চেষ্টা করতে থাকেন।
এই বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানে ঘটনার প্রকৃত সত্যতা বেরিয়ে আসে। এবিষয়ে ধর্ষনের শিকার কিশোরী মেয়েটি নিজের বাবার অপকর্মের কথা স্বীকার করে। এ ঘটনায় থানায় জানানোর পর সাংবাদিকদের সহযোগিতায় তৎক্ষনিক ভাবে পুলিশ অভিযুক্ত বাবাকে আটক করে থানা নিয়ে আসে। থানা পুলিশ ভিগটিম ও কিশোরী মেয়েকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) শাখায় পাঠানো হয়েছে। পরে মেয়েকে আদালতে হাজির করা হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সামাজিক অবক্ষয়ে সমাজে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে, মেয়েটিকে ওসিসিতে পাঠানো হয়েছে। আটক বাবা’র বিরুদ্ধে থানায় মামলা দয়ের করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930