বরিশালে মার্কেটের ছাদে ওড়না প্যাঁচানো মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
এম কে কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ উদয়ন স্কুলের সিটি কপোরেশনের মার্কেটের ছাদ থেকে এক কিশোরী মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ই সেপ্টেম্বর) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য কিশোরী মেয়ের নাম রিয়া মনি (১৪)। সে নগরীর পলাশপুর এলাকার ৫ নম্বর মোহাম্মদপুরের সোহরাব মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিটি কপোরেশনের মার্কেটের ছাদে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সংবাদ দাতাকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।