সিরাজগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোট ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি সামগ্রী বিতরণ
মোঃ আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল হতে বিকেল পর্যন্ত কাজিপুর উপজেলার ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এই আইসিটি বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। এসময়ে কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের টিআর প্রকল্প হতে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান বিএসসি নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি ল্যাপটপ ও তেকানী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি ল্যাপটপ এবং উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত উদ্যোগে খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়ৈখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাথাইলচাপড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরনটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানাগাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজানমেওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ টি করে মাল্টিমিডিয়া ক্লাসরুমে ব্যবহার করার সাউন্ড বক্স মোট ১৫টি
এবং ১ টি শিক্ষকদের ব্যবহারের জন্য ৬৪ জিবি পেনড্রাইভ মোট ১৫টি বিতরণ করা হয়েছে।