চট্টগ্রাম বাঁশখালীতে সিএনজিসহ গ্রেপ্তার ৪
বাঁশখালী থানা পুলিশ বিভিন্ন ছদ্মবেশে কয়েকটি উপজেলায় অভিযান চালিয়ে গতকাল বুধবার চোরাই ৭টি সিএনজিচালিত অটোরিকশা সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে উদ্ধার করেছে এবং চোরদলের ৪ জন মূলহোতাকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গত ৬ জুন বাঁশখালীর থানার কাথরিয়া ইউনিয়নের আব্দুর ছবুর নামের এক ব্যক্তির একটি সিএনজি অটোরিকশা চুরি হওয়ার পর সরল ইউনিয়নের ফজল কাদেরের ছেলে মহিউদ্দিন (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদের শুরু করলে তার স্বীকারোক্তি মোতাবেক সাতকানিয়া উপজেলার হাজীরখীল গ্রামের ছগির আহম্মদের ছেলে জিয়াউর রহমান (২৭)কে গ্রেপ্তার করে। পরে তারা দুইজনই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ওই জবানবন্দি অনুসারে চুরির মূলহোতা চট্টগ্রামের বায়েজিদের নতুন পাড়ার বাসিন্দা মোর্শেদ আলমের ছেলে মো. পারভেজ মোশারফ এবং মিরসরাই উপজেলার মধ্যম ওয়াহেদপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আলী আজগরকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে বাঁশখালীর বিভিন্ন ব্যক্তির চুরি হওয়া একসঙ্গে ৭টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার চোরের দল আরও ১৫টি বাঁশখালীর সিএনজি অটোরিকশা চুরি করেছে বলে স্বীকার করেছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, চোরের দল থেকে উদ্ধার হওয়া ৭টি সিএনজি অটোরিকশার আদালতে জব্দ তালিকা পাঠানো হয়েছে।