ছাতকে সালমান তালুকদারের ডেনমার্ক গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
সুনামগঞ্জের ছাতকে সালমান তালুকদারের ডেনমার্ক গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার জাউয়া বাজার En@ms English একাডেমির ইন্সট্রাক্টর সালমান তালুকদার উচ্চ শিক্ষার জন্য ডেনমার্ক যাত্রা উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সভাপতিত্ব করেন Em@ms English একাডের উপদেষ্টা কালাম উদ্দিন তালুকদার, প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিশংকর ভৌমিক, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল & কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী, উপদেষ্টা ইলিয়াস মিয়া, শাহিন মিয়া, হেলাল উদ্দিন, কমর উদ্দিন, আল আমিন তালুকদার রাব্বি, আবু হামজা, সজীব দাস, আব্দুল গফুর, কামরান তালুকদার, ফাইজা বেগম, আছমা আক্তার, বীথি, মিনহাজ উদ্দিন, বাবুল, পবিত্র কুরআন তিলাওয়াত করেন মো: ফখর উদ্দিন,মাসুদ আহমদ সহ একাডেমির আরও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও মঙ্গলকামনা করে মোনাজাত পরিচালনার মধ্যে দিয়ে পরিসমাপ্তি হয়।