চতুর্থ ধাপে বন্যায় ক্ষতি গস্ত মানুষদের পাশে সোনাকানিয়ার মেহের আলী
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে নিজ অর্থায়নে চতুর্থ ধাপে সোনাকানিয়া ইউনিয়ন সৌদি প্রবাসী। সাতকানিয়া মির্জাখীলের কৃতি সন্তান মেহের আলীর পক্ষে,
প্রতি পরিবারের মাঝে ২,হাজার টাকা করে ২৫ পরিবারকে ৫, হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। এলাকাবাসী পক্ষে- সায়েম।
মেহের আলীর জন্য দোয়া চেয়েছেন।
ভিউ: ৮৬