আটিয়ামামুদপুর শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও শ্রী ভগবট পাঠ
টাংগাইল মির্জাপুর আটিয়ামামুদপু সর্বজনীয় কালীমাতা মন্দিরে এই শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও শ্রী ভগবট পাঠ
উক্ত শোভা যাত্রার ও নাট্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী রতন বাধ্যকর সভাপতি আটিয়ামামুদপুর ব্যাদকর পাড়া সর্বজনীয় কালীমাতা মন্দির,
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শচীন্দ্র ব্যাদকর উপদেষ্টা ও সাবেক সভাপতি আটিয়ামামুদপুর ব্যাদকর পাড়া সর্বজনীয় কালীমাতা মন্দির, পরেশ ব্যাদকর উপদেষ্টা ও সাবেক সাধারন সম্পাদক আটিয়ামামুদপুর ব্যাদকর পাড়া সর্বজনীয় কালীমাতা মন্দির,
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মদন ব্যাদকর সাধারণ সম্পাদক আটিয়ামামুদপুর ব্যাদকর পাড়া সর্বজনীয় কালীমাতা মন্দির,
ভগবট আনুষ্ঠান শেষে ধর্ম বর্ম নিমির্শেষে সকল জাতির জন্য বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়।