আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতা এবং মাদক কারবারি মাহফুজ মিয়া গ্রেফতার
আন্তজেলা ডাকাত দলের মূল হোতা ও মাধক কারবারি একাধিক থানায় ডাকাতি মামলার পরোয়ানা ভুক্ত আসামি মাহফুজ মিয়া (৩৫) পিং মরহুম ইদ্রিস মিয়া,সাংফুলবাড়িয়া, থানা সালথা, জেলা ফরিদপুর। আজ সন্ধ্যে আনুমানিক সাত ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে সালাথা থানা পুলিশের বিশেষ অভিযানে বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম এর নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জনগণের তথ্যের ভিত্তিতে জানা যায় ইদানিং বিভিন্ন এলাকায় অপকর্মের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। দিনে সে আত্মগোপনে থাকেন এবং রাতে ছদ্মবেশে এ সকল অপকর্মে জড়িত হয়।
সাধারণ জনগণ এই মাহফুজ মিয়ার পিছনে সংশ্লিষ্ট যারা রয়েছেন এদের সহ দৃষ্টান্তমূলক মলুক শাস্তির ব্যবস্থা প্রত্যাশা করছেন।
ভিউ: ১০৩