গাজীপুরে ৪৪ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার
Spread the love

গাজীপুরে ৪৪ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সোহেল রানা, শ্রীপুর, গাজীপুর
৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৪৪ কেজি গাজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে পূবাইল ও শ্রীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিলুফা বেগম (৩৪), রুবেল (২৯) ও নাজিম উদ্দিন (৩৬)। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর কাজীপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে নিলুফা ও রুবেল নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, র‌্যাব-১ পোড়াবাড়ী শাখার কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসিন আরাফাত হোসেন এ প্রেস বিফ্রিংয়ে জানান, মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ-জৈনা বাজার সংযোগ সড়ক এলাকা থেকে মাদক কারবারি নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। নাজিম উদ্দিন কাওরাইদ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সে পেশায় অটো রিক্সা চালক এ সময় তার কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নাজিম উদ্দিন কে শ্রীপুর মডেল থানায় হস্তান্তর করেন।

সর্বশেষ খবর

গাজীপুরে ৪৪ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031