নওগাঁ মান্দায় রাস্তা সংস্কারে স্বস্তি ফিরেছে জনমনে।
নওগাঁর মান্দা উপজেলার বুক চিরে বয়ে চলা আত্রাই নদী। এই নদীর পশ্চিম পার্শ্বের নদীরক্ষা বাঁধের নুরুল্ল্যাবাদ ইউনিয়নের ফকিন্নি ব্রিজ হতে মিঠাপুর পর্যন্ত রাস্তা মাটি কেটে সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকে একটু বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ কাঁদা জমে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়। প্রায় ছয় মাসের অধিক সময় ধরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে অন্তত ৪০টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েন। দুর্ভোগের চিত্র তুলে ধরে এস এফ টিভি সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর নজরে আসে কর্তৃপক্ষের। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী মোহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক এমপির নির্দেশনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আন্জুমান বানু ও উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিয়ার সার্বিক তত্ত্বাবধানে রাস্তা সংস্কারের শুভ উদ্বোধন করেন ১০ নং নুরুল্ল্যাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ জালাল চঞ্চল ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। রাস্তাটির সংস্কারে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।