ভালুকায় মেজর আফসার উদ্দিন আহমেদ এর ৩০ তম মৃত্যুবার্ষিকী দোয়া ও মাফিল অনুষ্ঠিত
ময়মনসিংহের ভালুকায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অন্যতম বাহিনী আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা,বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মেজর আফসার উদ্দিন আহম্মেদ এর আজ ৩০ তম মৃত্যুবার্ষিকী দোয়া ও মাফিল অনুষ্ঠিত।
দুপুরে ভালুকা উপজেলার মেজরভিটা মসজিদে দোয়া মিলাদ ও কবর জিয়ারত করা হয়। এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে মসজিদে মেজর আফসার উদ্দিন আহমেদ ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল মোনাজাত করা হয়। পরে দোয়া ও মোনাজাতের শেষে ধর্মপ্রাণ মুসল্লীদের মিস্টি বিতরণ করা হয়।
এসময় মেজর আফসার উদ্দিন আহমেদ এর স্মৃতিচারণ গুনাগুন আলোচনা করে উনার রুহের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মাহফিলে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
উপজেলার জাতীয় শ্রমিকলীগ লীগের সভাপতি নূরে আলম সিদ্দিক শপন,উপজেলার বিভিন্ন ইউনিয়নের ধর্মপ্রার্ণ মুসল্লী অংশগ্রহণ করেন।
মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন