শুভ জন্মাষ্টমী আজ
Spread the love

শুভ জন্মাষ্টমী আজ

জন্মাষ্টমী মিতালী রানী দাস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

কৃষ্ণ পক্ষ,অষ্টমী তিথি, তিমিরা রজনী, মধ্যম নিশিথে জন্ম নিলেন কৃষ্ণ যাদুমণি! লোহার বেষ্টনী ঘেরা কংস কারাগার, দৈবকির কোলে জন্ম নিলেন, শ্রী কৃষ্ণ আমার! ঘুমেতে ঢলিয়া পড়ে কারারক্ষীগন, দৈবকীর অঙ্কে কৃষ্ণ জন্মিলেন যখন! অবিরাম বরিষন, ঘন কালো মেঘ, বিজুরী খেলিয়া যায়, অশনি সংকেত! গুরু গুরু গরজে, আসমানে জলধর, অবিরল শ্রাবণধারা, অঝোরে ঝর্ ঝর্! সৌদামিনী অন্তরীক্ষে খেলে আচম্বিতে, অচিরপ্রভা ধাঁধায় চক্ষু পথিকে ধাঁধিতে! যখন কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে, স্বর্গ হইতে দেবগন পুষ্প বৃষ্টি করে! দৈববানী হয়েছিল কংস নৃপতিরে, অষ্টম গর্ভজাত দৈবকীর ,বধিবে তাহারে! সেইহেতু কংস রাজা চিন্তিত অন্তরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে! পিতা বসুদেব হইয়া চিন্তায় মগন, কিকরে রক্ষিবেন তিনি স্নেহের কৃষ্ণধন! শ্রীকৃষ্ণে লইয়া বসুদেব গোকূলেতে চলে, যমুনা উজান বয় ,বারিধি উছলে ! কিকরে যমুনা পার হবে ,বসুদেব ভাবে মনে মন, শৃগাল রূপী ভগবান ,যমুনা পারাপার করেন তখন! মা যশোদার কোলে কৃষ্ণ অর্পন করিয়া, সাথে লয়ে যোগমায়া, বসুদেব আসিল ফিরিয়া! কৃষ্ণের জন্ম শুনে কংস ,কারাগারে.আইল, দৈবকী হইতে তারে কাড়িয়া লইল! কন্যা সন্তানে কংস, পাথরে আছাড়িল, তৎক্ষনাৎ আকাশে, যোগমায়া রূপ ধারন করিল! যোগমায়া প্রকাশিল ,কংসের সকাশে , কংস! তোমারে বধিবে যে, গোকূলে বাড়িছে সে!

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031