চুয়াডাঙ্গায় ৩ বছর পর বাদিকে জমি বুঝিয়ে দিল আদালত
নিজস্ব প্রতিবেদক শিমুল রেজা:
প্রায় ৩ বছর মামলা চলার পর আদালতের আদেশে বাদিকে ২ একর ৪৪ শতক জমি বুঝিয়ে দিলেন চুয়াডাঙ্গা জেলা আদালত।বুধবার (৬ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডোম্বলপুর নতুন পাড়া ঢোক ডাল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বাদিকে এই জায়গা বুঝিয়ে দেওয়া হয়। এসময় আলমডাঙ্গা থানা পুলিশের এস আই তারিফুজ্জামান এর নেতৃত্ব পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায় ডোম্বলপুর নতুন পাড়ার আব্দুল গফুর মুন্সী’র ২ একর ৪৪ শতক জমিতে দোকনঘরসহ বিভিন্ন স্থাপনা ছিল। হঠাৎ করে বিবাদি আবুল হোসেন দিৎ সহ কয়েক জন ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে নিজের জমি দাবি করে সেখানে চাষাবাদ সহ বিভিন্ন স্থাপন তৈরি করে।
এরপর ২০২১ সালে আব্দুল গফুর মুন্সী চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সিনিয়র সহকারি জজ আদালতে মামলা করেন।
আবুল হোসেন দিৎ সহ ৬/৮ জন এই মামলার বিবাদি ছিলেন। দীর্ঘদিন মামলা চলার পর আদালত চলতি বছরের ২০২৩ সালের ১৬ই জুন বাদীর পক্ষে রায় ঘোষণা করেন। ডিক্রি প্রদানের পর বুধবার ১১ টার দিকে ঘটনাস্থল থেকে বিবাদির স্থাপনা ভেঙ্গে বাদিকে জায়গা বুঝে দেওয়া হয়।
বাদী আব্দুল গফুর মুন্সী বলেন, তারা জোর করে আমার জমি দখল করে ভোগ করে আসছিলেন। দীর্ঘদিন মামলা চলার পর আদালত থেকে লোকজন এসে আমার জমি আমাকে বুঝে দিয়েছে। এতে আমি খুশি।
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো: নজরুল ইসলাম বলেন, বাদির পক্ষে রায় ঘোষণার পর আদালতের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত থেকে বাদীকে ২ একর ৪৪
শতক জায়গা বুঝে দেওয়া হয়েছে।