
আলমডাঙ্গায় বিশেষ অভিযানে দেশীয় তৈরি ৩২ ইঞ্চি লম্বা ১টি অবৈধ অস্ত্র ছোরা সহ গ্রেফতার করেছে ১জনকে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আনিসুজ্জামান এর তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে
এসআই মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা এলাকায়
বড়গাংনী মিয়াপাড়া গ্রামের মোঃ বিয়াজ মোল্লার ছেলে মোঃ মানিক(৩৫),কে ৫.০৯.২৩ তারিখ রাত্র ২৩.৪০ ঘটিকার সময় আলমডাঙ্গা থানাধীন বড় গাংনী সকিনস্থ ক্লাব মোড় সংলগ্ন জনৈক মোঃ সাদ্দাম হোসেন(৩৩) এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে হাতে নাতে আটক করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
ভিউ: ১৪৫