যশোরে ইসলামী আন্দোলনের সমাবেশে জনসমুদ্র
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে যশোর নিউ মার্কেট উপশহর মাঠে যশোর শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী আতাউর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব আহমেদ,যশোর জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম মহাসিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুজার বিন হাফিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, শহিদুল গাজী, সহ ছাত্র আন্দোলন,যুব আন্দোলন,শ্রমীক আন্দোলনের শীর্ষনেতৃবৃন্দ ও যশোরের বিভিন্ন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন