আলমডাঙ্গায় শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল দশটার দিকে রথতলা মন্দির চত্বরে অনুষ্ঠিত সবায় সভাপতিত্ব করেন পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল কুমার কালু ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাসান কাদের গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানার ওসি (তদন্ত) একরামুল হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কিশোর আগরওয়ালা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু প্রশান্ত অধিকারী, সহ-সভাপতি সুশীল কুমার ভৌতিকা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু মনিন্দ্রনাথ দত্ত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ কুমার আচার্য সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, পৌর কাউন্সিলর জরুল ইসলাম স্বপন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ সাধুখা, পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রিপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক জয় কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি বাবু অসীম কুমার সাহা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রবিউল হক প্রমুখ।