অক্সফোর্ড সোলার টেকনোলজির পক্ষ থেকে ডিআইও-১, সাইফুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান।
নিজস্ব প্রতিবেদক:
অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেড ও শাপলা টিভি বাংলার পক্ষ থেকে আলমডাঙ্গা ও দামুড়হুদা থানার সাবেক সুযোগ্য ওসি ও বর্তমান চুয়াডাঙ্গা জেলা পুলিশের ডিইএ ১ জনাব সাইফুল ইসলাম কে সম্মাননা স্মারক তুলে দেন অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেড ও শাপলা টিভি বাংলার চেয়ারম্যান মুফতি বনি ইয়ামিন, ও অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেড এর পরিচালক মোঃ আব্দুল্লাহ হক, দৈনিক জাগো দেশ এর সম্পাদক শিমুল রেজা।
ভিউ: ৯৭