শ্রীপুরে দুই আইসক্রিম কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা
Spread the love

শ্রীপুরে দুই আইসক্রিম কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা

 

সোহেল রানা, গাজীপুর

 

শ্রীপুরে দুই আইসক্রিম কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা
গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে আকর্ষণীয় মোড়কে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল আইসক্রিম । পরে কারখানাগুলোকে ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে এই অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন। এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আদালত ও স্থানীয় সূত্রগুলো জানায়, শ্রীপুরের এমসি বাজার এলাকায় দীর্ঘদিন ধরে দেশের নামিদামি ব্রান্ডের লোগো খচিত মোড়কে নকল আইসক্রিম তৈরি ও সরবরাহ করে আসছিল কয়েকটি কারখানা। কারখানাগুলোর একটির মালিক মোঃ মাইনুদ্দিন। সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। এসময় একটি কারখানার মালিক মোঃ মাইনুদ্দিনকে ৫০ হাজার ও অপর কারখানার মালিক মোঃ সোহাগ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, বিভিন্ন বিভিন্ন কোম্পানির নাম ও লঘু ব্যবহার করে আইসক্রিম তৈরি করায় ওই দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে তৈরি যেকোনো পন্য সামগ্রিই স্বাস্থ্যের ঝুঁকি তাই এসব বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031