পাইকগাছায় প্রতিবন্ধী দুই ভাইয়ের দায়িত্বভার কাঁধে নিলেন- চেয়ারম্যান তুহিন
এম জালাল উদ্দীন। খুলনা জেলা প্রতিনিধি।
খুলনার পাইকগাছা উপজেলার ৫নং সোলাদানা ইউনিয়নের সোলাদানা গ্রামের বিজন সানার প্রতিবন্ধী দুই পুত্র রনি সানা ও রবি সানাদের অভিভাবকের দায়িত্বভার কাঁধে নিলেন চেয়ারম্যান তুহিন।
জানা গেছে, রনি সানা শারীরিক প্রতিবন্ধী, তার দুটি হাত অচল এবং সে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র, রোল নং- ০১। পাশাপাশি রনির বড় ভাই রবি সানা ও একজন প্রতিবন্ধী যে বর্তমান এইচ এস সি পরীক্ষা দিচ্ছে। এদিকে বরির খোজখবর নিতে চেয়ারম্যান তুহিন গত ২রা সেপ্টেম্বর রাতে তাদের বাড়ীতে যান সে সময় চেয়ারম্যান তুহিন মেধাবী ছাত্র রনি সানার সাথে কথা বলে জানতে পারেন, রনির গাইড বইয়ের অভাবে সে পড়ালেখা করতে পারছেনা ও ঘরে ফ্যান না থাকায় তাদের পড়ালেখায় খুবি কষ্ট হচ্ছে। বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান তুহিন ফ্যান কেনার জন্য নগদ অর্থ প্রদান করেন এবং প্রতিবন্ধী রনি সানার গাইড বই দ্রুততম সময়ের মধ্যে কিনে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
ফলসরুপ প্রতিশ্রুতি অনুযায়ী দক্ষিণ খুলনার মানবিক চেয়ারম্যান খ্যাত তুহিন কাগুজী গাইড বই কিনে নিয়ে সোমবার সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ে যান এবং শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের উপস্থিতিতে মেধাবী দরিদ্র প্রতিবন্ধী ছাত্র রনি সানার হাতে উক্ত গাইড তুলেদেন। এসময় সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধ লস্কর ইউপি চেয়ারম্যানের এমন মহতি কর্মকাণ্ডকে সাধুবাদ জানান এবং তাদের বিদ্যালয়ের কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় চেয়ারম্যান তুহিন এর কাছে একটি কম্পিউটারের আবেদন জানান।
উল্লেখ্য রনি সানার বড় ভাই রবি সানাকে এবারের বিশ্ব প্রতিবন্ধী দিবসে চেয়ারম্যান তুহিন একটি হুইল চেয়ার কিনে দিয়েছেন এবং তিনি তাদের দুই ভাইকে পড়ালেখা চালিয়ে যেতে বলেছেন যাতে তারা প্রতিবন্ধী কোটায় চাকরী পেতে পারে। পাশাপাশি তিনি তাদের পাশে থেকে পড়ালেখার খরচ প্রদানের ব্যপারে আশ্বস্ত করেছেন।
এছাড়াও কাগুজী প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট নামে একটি দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করেন মানবিক চেয়ারম্যান তুহিন
উল্লেখিত বিষয়ে চেয়ারম্যান তুহিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আমৃত্যু এ কাজগুলো করে যেতে চায়, বাকি আল্লাহ্ ভরসা। সকলের কাছে তিনি দোয়ার আবেদন জানিয়েছেন।