সোনালী আঁশে সোনার দেশ পরিবেশবান্ধব বাংলাদেশ মুখে এই স্লোগান থাকলেও লোকসানের মুখে কুষ্টিয়া মিরপুরের পাট চাষীরা
কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম:
চলতি মৌসুমে পাট চাষ করে লোকসানের মুখে পড়ছে কুষ্টিয়া মিরপুরের পাট চাষিরা কাঙ্খিত দাম না পাওয়াই দুশ্চিন্তায় চাষিরা
পাটের দাম বৃদ্ধির দাবি চাষীদের গত বছরের তুলনায় এবার বেড়েছে পাট চাষের খরচ কীটনাশক বীজ দিনমজুরি দিয়ে প্রতি বিঘায় খরচ হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা প্রতি বিঘায় পাট উৎপাদন হচ্ছে ৫ থেকে ৬ মন এক মন পাট বিক্রি করে টাকা হচ্ছে ১৫০০ – ১৮০০ টাকা এতে প্রতি বিঘায় লোকসান হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা বাজারে পাটের দাম প্রতিনিয়ত কমতির দিকে গত বছর এ সময় পাটের দাম ছিল ২০০০ থেকে ৫০০০ টাকা দাম কম হওয়ায় সমস্যার মুখে পড়েছে পাট ব্যবসায়ীরা তাদের দাবি পাটের দাম কম হওয়ায় পাট সোনালী আঁশ হওয়ার পরেও এই ফসল চাষ থেকে দূরে সরে যাচ্ছে কৃষকরা । বাজারে পাটের দাম ন্যায্য হওয়ার দাবি করেন কুষ্টিয়া মিরপুরের পাট ব্যবসায়ীরা।