চন্দ্রা টু গাজীপুর, বেপরোয়া তাকওয়া পরিবহন,অভিযোগ অনেক।
কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর
তাকওয়া পরিবহন! দিনে দিনে এ যেনো এক আতংকের নাম হয়ে যাচ্ছে। চৌরাস্তা থেকে চন্দ্রা রুটে তাকওয়া পরিবহনে দিনের পর দিন যাত্রীদের সাথে চরম খারাপ ব্যবহার, হয়রানি, নির্ধারিত ভাড়ার চাইতে অধিক ভাড়া আদায়, যাত্রী উঠানামার সময় টানাহেচড়া, নারী যাত্রীদের সাথে হয়রানিমূলক আচরণ, ইঙ্গিতপূর্ণ যৌন হয়রানিসহ আরো অনেক অনেক অত্যাচারে মেতেছে এই তাকওয়া পরিবহন।
তাছাড়া অনিয়ন্ত্রিত গতি, ট্রাফিক সিগনাল না মেনে গাড়ি চালানো, সীমার অতিরিক্ত যাত্রী উঠানো, যেখানে সেখানে যাত্রী উঠানো নামানো এ যেনো এই তাকওয়া পরিবহনের কাছে অনেকটা ডাল ভাতের মতোই হয়ে গেছে৷ আমরা সাধারণ মানুষ এর কাছে প্রায় জিম্মি হয়ে আছি৷ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে তাকওয়া পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে, এর ভয়াল থাবা থেকে সাধারণ মানুষ রেহায় পাবে না।
এদের খপ্পর থেকে প্রশাসনের লোকজন, সুশীল সমাজ পর্যন্ত রেহাই পাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা, এদের ব্যবহারে অবাক হয়ে গেছেন।নিশ্চুপ থেকেছেন।আমাকে তথ্য দিয়েছেন,জনগনের স্বার্থে।
যদি তারা ভুল বুঝে নিজেদের শুধরে নিতে পারেন?
এদের ব্যপরোয়া অবস্থান থেকে, নমনীয়তা ও ভদ্রতা আসা করেছেন,ভুক্তভোগী।