ছাতকের বানায়াতে মামার হাতে ভাগনা খু*ন
Spread the love

ছাতকের বানায়াতে মামার হাতে ভাগনা খু*ন

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের ছাতকে দু-বছর পূর্বের একটি হত্যা মামলার আপোষ করতে গিয়ে আপন মামা ভাগনার দ্বন্দ্বে প্রাণ গেলো ভাগনার। ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের নতুন বানায়ত গ্রামের মো. মনর আলী ছেলে নিহত ২ সন্তানের জনক সাদির আহমদ (৩০) হত্যাকারী সাদিরের আপন মামা একই ইউনিয়নের মৃত আবাছ আলীর পুত্র মনছব আলীসহ অন্যান আসামীরা হত্যার পর পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ১০ টা দিকে একটি শালিশ বৈঠক হয়। হত্যাকারী মনছব আলী ও বাগনা সাদির দুই বছর পুর্বের একটি হত্যা মামলার দুজনেই আসামী ছিলেন। সেই মামলা আপোষের জন্য প্রায় ৭লক্ষ টাকা বাদী পক্ষের সাথে সাব্যস্ত হয়। ৪০হাজার টাকা কম থাকায় সেগুলা তার মামা দুই বছর পরে দিবে জানালে। বাগনা সাদির উত্তেজিত হয়ে ওঠে। এ নিয়ে বৈঠকে দু’পক্ষের কথাকাটাকাটি ও হাতাহাতি হলে সাদির বাবার গায়ে আঘাত লাগলে সাদির লাঠি নিয়ে তার মামাকে মারতে যায় তখন তার মামা সহ অন্যান আসামীরা সাদিরকে কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করলে ঘটনা স্থলেই সাদির লুটিয়ে পড়ে।

এরপর তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ছাতক দোয়ারা সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আমরা ঘটনার পরপরই বৃষ্টিতে ভিজে সারারাত আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি। আশা রাখছি দ্রুত গ্রেফতার করতে পারবো। ময়না তদন্তের জন্য মৃরদেহ সিলেট ওসমানীতে রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031