আহম্মদ শাহ্ বোগদাদী মাজারে ৪র্থ দিনে মানুষের জনসমুদ্র
টাংগাইল, নাগরপুর উপজেলা রাথুরা শাহ সুফি আউলিয়া হয়রত সৈয়দ আহম্মদ শাহ্ বোগদাদী(র:)৭৫তম প্রবিএ ওরশ মোবারকে অনুষ্ঠান চলিতেছে আছে,
উক্ত পবিএ ওরশ মাহফিলে সভাপত্বি করেন,টাংগাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) টাংগাইল ও আহম্মদ শাহ্ মাজার কর্মিটির সভাপতি জনাব মো:ওলিউজ্জামান
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন, জনাব আহ্সানুল ইসলাম টিটু এম পি, টাংগাইল ৬ নাগরপুর দেলদুয়ার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, ওয়াহিদুজ্জামান নির্বাহী অফিসার নাগরপুর উপজেলা টাঙ্গাইল,
সাজ্জাদ হোসেন ইনর্চাজ নাগরপুর থানা,আরো উপস্থিত ছিলেন এলাকার চেয়ারম্যান মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,১ সেপ্টেম্বর থেকে ও মেলা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত, দূর-দূরান্ত আসা থেকে সাধু গুরু ও ভক্তবৃন্দের এক মিলন মেলায় পরিণত হয়,প্রতি রাতে আয়োজন করা হয়েছে বাউল বিচার গান, আজ ৪র্থ দিনের বিচার গান পরিবেশন করবেন এম এ হানিফ সরকার সখিপুর টাঙ্গাইল, বনাম মৌসুমী বাউল কুষ্টিয়া এবং পঞ্চম দিন গান বিচার গান পরিবেশন করবেন কাজল দেওয়ান ঢাকা বনাম ছোট আবুল সরকার মানিকগঞ্জ,ওরশ মাহফিল উপলক্ষে রাথারা গ্রামে প্রতিটি বাড়িতে বেড়েছে আত্মীয়-স্বজন আনাগোনা, মাজারে মাঠ জুড়ে বসেছে অসংখ্য বাহারি মেলা,