সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন উদয়ন রক্তদান সংস্থার সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত
সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার কার্যালয় আই.টি কম্পিউটার একাডেমি জাউয়াবাজারে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে জরুরী মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিং এ সিদ্ধান্ত হয় এলাকার আশেপাশে বিদ্যালয় গুলোতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। এতিম অসহায় মানুষদেরকে সর্বদা সংগঠনটি সহযোগিতা করে যাচ্ছে। এবং প্রতিনিয়ত রক্ত শূন্যতা রোগিদের কে বিনামূল্যে রক্ত দেওয়া হচ্ছে।
এ সময় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি নাজিম উদ্দীন তালুকদার, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক সাংবাদিক তাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিদারুল দিদারুল ইসলাম ফাহিম, অর্থ সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক মাও ইয়াহইয়া মাহমুদ রাজু, সহ প্রচার সম্পাদক মাও কদরিছ আলী,সমাজ কল্যাণ সম্পাদক মো: জুহিন আহমদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক মিয়া,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাবুর রহমান,সদস্য জিল্লুর রহমান সহ আরও প্রমূখ।
মানবতার কল্যাণে আমরা আছি অসহায় মুমূর্ষু রোগীর পাশে।