মানবিক পুলিশ অফিসার সালথা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ সাদী ওসি মহোদয় থানা
Spread the love

মানবিক পুলিশ অফিসার সালথা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ সাদী ওসি মহোদয় থানা।

 

৪-৯-২০২৩ সোমবার
ফরিদপুর জেলার সালথা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শেখ সাদী, তিনি সালথা থানায় যোগদান করার পর থেকেই অশান্ত সালথা থাকে শান্ত করে গড়ে তুলেছেন তিনি যোগদান করার পর থেকেই সালথা থানায় কোনরকম কাইজ্জ্যা মারামারি দাঙ্গা-হাঙ্গামা হতে দেয়নি এমনকি তিনি আসার পরে থেকেই সাধারণ মানুষ তার কাছ থেকে সব সময় সব ধরনের সহযোগিতা পেয়ে থাকেন বলে এলাকাবাসী জানান তারা আরো জানান এলাকার মানুষ যদি কোন প্রকার আপদে-বিপদে থানায় আসেন তিনি সাথে সাথেই সেটাকে সমাধান করে দেন আর যদি কোন অসহায় দরিদ্র মানুষ তার কাছে আসেন তিনি তার সর্বোচ্চ দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকেন বিভিন্ন সময় অসহায় মানুষকে হুইল চেয়ার সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকেন ওসি মহোদয় বলেন যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা কিন্তুু আমার বেতনের টাকা আমার রেশনের টাকা ও এই যা কিছুই পাই না কেন এটা জনগণের ট্যাক্সের টাকা থেকে পেয়ে থাকি অতএব আমি যতদিন চাকরি করে যাব জনগণের সেবা করে যাব আমার থানায় কোন প্রকার হয়রানির শিকার হবে না সাধারণ জনগণ কারণ আমি জনগণের টাকায় গাড়িতে চলি তাই জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য আমি এলাকাবাসীকে বলবো আপনারা কোন প্রকার ঝামেলায় কেউ জড়াবেন না এবং নিজের টাকা কোটকাচারিতে খরচ করবেন না আপনারা সবাই ভালোভাবে চলাফেরা করবেন কেউ কারো সাথে উপকার ঝামেলায় জড়াবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো সর্বশেষ তিনি বলেন সালথা থানার জনগণকে বলবো যে আপনারা থানায় আসুন যেকোন ধরনের সহযোগিতারা প্রয়োজন হয় আমি করবো ইনশা আল্লাহ আমি চেষ্টা করব তবু আপনার কেউ কখনোই আইন হাতে তুলে নিবেন না এবং একে অপরের সাথে কোন প্রকার ঝামেলা করবেন না আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকলো। অফিসার ইনচার্জ সালথা।

সর্বশেষ খবর

মানবিক পুলিশ অফিসার সালথা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ সাদী ওসি মহোদয় থানা

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031