অবৈধভাবে ড্রেজার মেশিন কুমার নদী তে বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করছে একটি কুচক্রী মহল 
Spread the love

অবৈধভাবে ড্রেজার মেশিন কুমার নদী তে বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করছে একটি কুচক্রী মহল 

অত্যন্ত দুংখ ও ভারাক্রান্ত মন নিয়ে না লিখে পারলাম না। নদ- নদী জলাশয় এগুলো আমাদের প্রকৃতি প্রদত্ত সম্পদ।কিন্তু অযত্ন আর অবহেলিত কারনে নদী গুলো অস্তিত্বের হুমকির মুখে। আর এর পিছনে রয়েছে দেশের মাটিতে একটি কুচক্রী মহল সাধারণ জনগণের চোখ কে ধোঁয়া দিয়ে এবং কতিপয় উর্ধতন কর্মকর্তা মহোদয় এর যোগসাজশে এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে।ফলে নদী থেকে অতিরিক্ত বালু উত্তোলন এর জন্য হুমকির মুখে ফসিল জমি ও জনগণের বসতভিটার।এমনই একটি ঘটনা ঘটমান রয়েছে প্রায় ৭-৮ দিন ধরে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের সদ্দার পাড়া সংলগ্ন কুমার নদী তে। এ বিষয়ে একাধিক বার গণমাধ্যমের কর্মী ও প্রশাসনের নিকট অবগত করেছে স্হানীয় লোকজন। তাতে কোন কিছুই এখনও হয়নি তাদের। তাই মানবিক দৃষ্টি কোন ও মানবাধিকার সংস্থার কর্মী হিসাবে তুলে ধরতে আর দ্বিধা করলাম না।আশা উধ্দতন কর্মকর্তা মহোদয় এ বিষয়ে আশু ব্যবস্হা গ্রহনে মর্জি হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728