হারদী ও কুমারী ইউনিয়নে ইজিবাইক চালক সমিতির কমিটি গঠন
আজ হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হারদী – কুমারী ইউনিয়নের ইজিবাইক চালক সমিতির কমিটি গঠন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মৌখিক ভোটের মাধমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন হারদী বাজারের বিশিষ্ট ব্যবসায়িক শেখ জামিল হোসেন, ওসমানপুর পুলিশ ক্যাম্প এর এস আই মোঃ খাইরুল ইসলাম,হারদী বাজার বণিক সমিতির নব নির্বাচিত সভাপতি সুমন বিশ্বাস, সহ বিভিন্ন পেশার শ্রমিক বৃন্দ।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হারদী মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক ওমর খৈয়ম। এসময় তিনি বলেন শ্রমিকদেরকে সৎ চরিত্রবান হতে হবে, কোউ বিপদে পড়লে সামর্থ অনুযায়ী তাকে সাহায্য করতে হবে।
এবং আমাদের কমিটির মধ্যে যদি কেউ শারিরীক, মানুষিক বা আর্থিক কোন সমস্যার সম্মুখিন হন তাহলে কমিটির সকল সদস্য এক সাথে তার পাশে দাড়াতে হবে। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়িক জামিল হোসেন, ওসমানপুর পুলিশ ক্যাম্প এর এস আই মোঃ খাইরুল ইসলাম ও হারদী বাজার বণিক সমিতির নব নির্বাচিত সভাপতি সুমন বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে মৌখিক ভোটের মাধমে সভাপতি হিসাবে নির্বাচিত হন সাইদুল ইসলাম, সেক্রেটরি হিসাবে নির্বাচিত হন সন্দীপ খান, কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন জিগরুল আলী ও সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হন আব্বাস আলী।
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন সাইদুর রহমান এবং এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল হালিম।