ছাতকে শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসীকে নিয়ে প্রতিবাদ সভা
মো: তাজিদুল ইসলাম, সুনামগঞ্জ
ছাতকে শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসীকে নিয়ে প্রতিবাদ সভা করেছেন মোগলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজবুল হক। রেজিস্ট্রেশনের নামে বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেনির ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় সংক্রান্ত বিষয়ে অপপ্রচারে (গত ২ সেপ্টেম্বর )শুক্রবার বিকেলে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের মোগলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইমান আলী, দাতা সদস্যের ক্যাশিয়ার আবদুল বারি, প্রধান শিক্ষক মজবুল হক। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আরজু মিয়া, অভিভাবক আরিজ মিয়া, ওয়াব আলী, শমছুল ইসলাম, ওয়াছির আলী, নিকু দেবনাথ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুরব্বি আশকর আলী, আলকাছ আলী, সমুজ মিয়া, ফয়জুল ইসলাম, শাহনুর আলী, মুজিবুর রহমান, আফিজ আলী, ইছাক আলী, আবদুল করিম, রশিক মিয়া, আবদুস সালাম, ওলাছ মিয়া, বট মিয়া, আবদুল আহাদ, হারিছ আলীসহ আরও অনেকেই।
প্রতিবাদ সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজবুল হক বলেন, ২০২২ সালের জানুয়ারি মাসে তিনি মোগলগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি বলেন, বিদ্যালয়ে পরিচালনা কমিটি নেই। এখানে কমিটি নিয়ে দ্বন্ধ থাকলেও তিনি কোন পক্ষের হয়ে কাজ করছেন না। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। রেজিস্ট্রেশনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে প্রধান শিক্ষক কর্তৃক অতিরিক্র ফি আদায় ও আত্মসাতের বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, দাতা সদস্যের কথা মতো তিনি রেজিস্ট্রেশন ও বিদ্যালয় উন্নয়নের জন্য ৪৫০ ও ৫০০ টাকা হারে ফি গ্রহণ করেছেন।
সভাপতির বক্তব্যে ইউপি সাবেক চেয়ারম্যান আবদুল মতিন বলেন, গত দুই বছর ধরে যুক্তরাজ্য প্রবাসী আবদুল সাত্তার বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা দিচ্ছেন না। তাদের বেতন ভাতা দিচ্ছেন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আবদুল গফ্ফার ও মাসুক মিয়া। তাদের কথা মতো শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশনসহ বিদ্যালয় উন্নয়নে নির্ধারিত ফি গ্রহণ করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, প্রবাসী আবদুল সত্তারের কাছ থেকে শিক্ষকদের বেতনের যে টাকাগুলো আসতো এ টাকাগুলো আসা বন্ধ হওয়ার পিছনে রয়েছে আবু সুফিয়ানের ষড়যন্ত্র। তাকে উদ্দেশ্য করে বলেন, শান্তিপ্রিয় গ্রাম ও প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি না করে রাজপথে গিয়ে করো!