ইলিশের দাম গরু, ছাগলের মাংস থেকেও অনেক বেশী ?
ইলিশ মাছ খৈল ভুসি খায় না মেডিসিনও খায় না
ইলিশের জন্য চিকিৎসা খরচও লাগেনা।
ইলিশ চাষ করতে দিনমজুরও রাখা লাগে না !
ইলিশ ইন্ডিয়া ইউক্রেন-রাশিয়া থেকেও আসে না
কিংবা ইলিশ পুকুরেও চাষাবাদ করা হয় না!
নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা
ইলিশের দাম গরু, ছাগলের মাংস থেকেও
অনেক বেশী।
এর জন্য দায়ী কে ?
ইলিশ আমাদের জাতীয় মাছ !
সাধারণ মানুষ যদি সিজনের সময়ও ইলিশ মাছ না খেতে পারে, তাহলে এমন জাতীয় মাছ দিয়ে আমরা কি করবো.?
লইট্রা মাছকে জাতীয় মাছ
ঘোষনা করা হোক। এবং
বাজারে ভ্রাম্যমান আদালত ও ম্যাজিস্ট্রেট
মহোদয়ের কাছে আকুল আবেদন, প্রতিটি বাজারে অভিযান চালানো হোক।
ভিউ: ৭৯