চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণের সাথে দুর্নীতি দমন কমিশনের কমিশনারের মতবিনিময়।
মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ৩ আগষ্ট রবিবার সকাল ১০:৩০ ঘটিকায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণের সাথে দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনার (অনুসন্ধান), মোছাঃ আছিয়া খাতুন বলেন সবাইকে দুর্নীতি মুক্ত থাকতে হবে, জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে, কোন দুর্নীতি বা কোন অন্যায় মেনে নেওয়া হবে না কোনভাবেই, প্রধানমন্ত্রী দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তাই সকলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে হবে। দুর্নীতি রোধ করে সমাজে ভবিষ্যৎ প্রজন্মকে জানান দিতে হবে যে দুর্নীতি একটি ব্যাধি যা সমাজকে কলুষিত করে।
উক্ত আয়োজনে ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ আছিয়া খাতুন, মাননীয় কমিশনার (অনুসন্ধান), দুর্নীতি দমন কমিশন; বিশেষ অতিথি আবদুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার চুয়াডাঙ্গা। উক্ত মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণসহ জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।