দীর্ঘ ১০ বছর পর গ্রেফতার হলেন অহিদুল ইসলাম নামে চুয়াডাঙ্গার এক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
চুয়াডাঙ্গা:মোঃ আব্দুল্লাহ হক
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আলমডাঙ্গা থানার হাপানিয়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অহিদুল ইসলাম একই উপজেলার ভালাইপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় হাপানিয়া এলাকায় অভিযান চালিয়ে অহিদুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিউ: ৪৮