মান্দায় সংষ্কারের অভাবে রাস্তার বেহাল দশা অবশেষে ইমাজ উদ্দীন প্রাংএমপি মহাদয়ের হস্তক্ষেপে রাস্তা সংষ্কার
নওগাঁ জেলার মান্দা উপজেলা ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। মান্দা উপজেলা একটি বৃহৎ উপজেলা ।এ উপজেলায় লক্ষ লক্ষ মানুষের বসবাস। মান্দায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ বিদ্যমান। তারি পরিপেক্ষিতে মান্দার জোতবাজার ত্রীমহনী ফকিন্নি ব্রীজ হতে মান্দার মিঠাপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্হার অবসান করার জন্য কাজ করছেন ইমাজ উদ্দীন প্রাং এমপি অবশেষে দীর্ঘদিন ধরে মেরামত বা সংস্কার না করা রাস্তার কাজ শুরু হয়েছে ।
স্হানীয় বাসিন্দারা বলেন অনেক দিন থেকেই এই রাস্তার বেহাল দশা আমরা বর্ষার সময় চলাচল করতে পারিনা।আমাদের এই রাস্তার বেহাল দশার কারণে আমাদের প্রতিবেশী কেউ অসুস্থ হইলে তাকে দ্রুতভাবে মেডিকেলে নিয়ে যেতে পারি না। এতে করে আমাদেরকে অনেক দুর্ভোগ দেখা য়ায়। বর্তমানে রাস্তা মেরামত হচ্ছে এতে করে আমাদের চলা চলের দূর্ভোগ অনেকটায় লাঘব হবে।
এ ব্যাপারে ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম গোলাম আজম জানান উপজেলা সমন্বয় মাসিক মিটিং এ আমাদের মান্দার অভিভাবক ইমাজ উদ্দীন প্রাং মহাদয় কে জানানে তিনি খুব দ্রুত রাস্তার মেরামতের জন্য উপজেলা প্রশাসন কে নির্দেশ দেন এবং খুব দ্রুত রাস্তা পাকা করণ হবে বলে আসস্ত করেন।