এসএসসি/দাখিল সমমান ২০২৩ ইং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান।
প্রতিনিধি শহিদুল্লাহ
নাইট্যং পাড়া ১নং ওয়ার্ড টেকনাফ পৌরসভা শিশু কিশোর ফোরাম (নাফের আলো স্টুডেন্ট লাইফ)কর্তৃপক্ষ আয়োজিত এসএসসি /দাখিল সমমান পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মননা স্মারক প্রদান।
সভাপতিত্ব করেন: মুহাম্মদ জাবেদ নাফের আলো স্টুডেন্ট লাইফ (শিশু কিশোর ফোরাম) টেকনাফ কক্সবাজার।
এসময় উপস্থিত ছিলেন:অত্র এলাকার,জনাব মোহাম্মদ নাজমুল হক। ইউর সংগঠন এর প্রতিষ্ঠাতা ও কার্যকরী কমিটির প্রধান , টেন স্টার সংগঠনের প্রতিষ্ঠান: জনাব মোহাম্মদ শহিদুল্লাহ। কেন্দ্রীয় পাঠাগারের প্রতিষ্ঠাতা, আহমদ বিন শফী। অত্র এলাকার ব্যবসায়ী জনাব মোহাম্মদ হোসাইন। হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী, হাফেজ আহম্মদ।টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুলের শিক্ষক মোহাম্মদ ইউসুফ। টেকনাফ কেন্দ্রীয় পাঠাগারের গ্রন্থাগার সম্পাদক: মুহাম্মদ আলম।অর্থ সম্পাদক : খায়রুল ইসলাম ফাহিম।
উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উৎসাহমূলক পরামর্শ প্রদান করে পরবর্তী সম্মাননা স্মারক হিসেবে মেডেল, বই, কলম ও ব্যাগ পরিয়ে দেন আগামীতে মেধাভিত্তিক সমাজের আরো উন্নয়নমূলক কাজ অব্যাহতি থাকবে বলে জানান অতিথিবৃন্দরা।