ছাতকে ১৬৮ বস্তা ভারতীয় চিনি সহ ৩টি পিকআপ আটক করেছে ডিবি পুলিশ
Spread the love

ছাতকে ১৬৮ বস্তা ভারতীয় চিনি সহ ৩টি পিকআপ আটক করেছে ডিবি পুলিশ

মো: তাজিদুল ইসলাম,ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে এক রাতে তিনটি ডিআই পিকআপসহ ১৬৮ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ। সেই সাথে তারা চিনি বহনকারী একজন গাড়ি চালককে আটক করেছে। শুক্রবার ভোর সকালে ছাতক-সিলেট সড়কের তাজপুর ও মাধবপুর এলাকায় অভিযান পরিচালনা করে চোরা চালানটি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চিনিসহ পিকআপগুলো চোরা কারবারি শাওন, রুপ মিয়া ও লিয়াকতের বলে জানা গেছে।

সুনামগঞ্জের ডিবি পুলিশের উপ-পরিদর্শক
মাসুদ রানা বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শরিফ মিয়াসহ দুইজন কনস্টেবলকে সাথে নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযানে নামেন। রাতের শেষ ভাগে নিষিদ্ধ ভারতীয় চিনির চালান নিয়ে চোরা কারবারিরা সীমান্ত থেকে ছাতক হয়ে গোবিন্দগঞ্জ ও সিলেট যাওয়ার পথে তাজপুর ও মাধবপুর এলাকায় পৃথক অভিযান করে চোরা চালানটি জব্দ করতে তারা সক্ষম হন। সড়কের তাজপুর এলাকায় দুইটি পিকআপের চালক হেলপার পালিয়ে গেলেও মাধবপুর এলাকার পিকআপ চালক আবদুল কাইয়ুম (২১) আটক হয়। সে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের গৌরা গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র।

শুক্রবার সকালে ছাতক থানায় পিকআপ ভর্তি চিনির চালানসহ এক গাড়ি চালককে সোপর্দ করে ডিবি পুলিশ। পরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা বিশ্বাস বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চালককে গ্রেফতার দেখিয়ে ওইদিন বিকেলে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031