জীবন নগর পৌর মৎসজীবী দলের সভাপতি জাহিদ সড়ক দুর্ঘটনায় আহত
চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর মৎসজীবী দলের সভাপতি জাহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আদ্য ০২/০৯/২০২৩ইং তারিখ শনিবার চুয়াডাঙ্গায় বিএনপির সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে দর্শনা তেল পাম্পের নিকটে প্রইভেট কার ও মটরসাইকেল সাথে সংঘর্ষে ছিটকে পড়ে যায়। এই সময় স্হানীয় লোকজনের সহযোগিতায় এ্যামবুলেন্স করে জীবন নগর পপুলার
ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করে জানতে পারে পায়ের হাড় ফেটে গেছে এরপর, জীবন নগর স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে যায়, ডাক্তারে পরামর্শে পায়ে বেন্ডেজ করে। এসময বিএনপির
পৌর সভাপতি শাহজাহান কবির,বিএনপির পৌর সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সহ অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মৎসজীবী দলের পৌর সভাপতি জাহিদুল ইসলাম এর বাড়ির স্বজনরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
ভিউ: ১৫৩