ভালুকায় মটরসাইকেল চোর চক্রের দুইজন আটক
মামুন হাসান প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল চুর চক্রের ২ সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ীর স্কয়ার মাস্টারবাড়ী থেকে তাদের আটক করা হয়। দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি মোটরসাইকেল চুরি করে বিক্রি করতো। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানায়, গত বৃহস্পতিবার থানা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। সেই সূত্র ধরে এস আই আবুল কালাম আজাদ সঙ্গিয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে খাদেমুল ইসলাম ও আরিফ নামে চুর চক্রের দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
ভিউ: ৭৩