মুফতি আরিফ বিন হাবিবের নাম ভাঙ্গিয়ে রায়পুরের এতিমখানা থেকে টাকা হাতিয়ে নিলো প্রতারণা চক্র
মুকিতুর রহমান:-
গত ৩০শে আগস্ট রোজ বুধবার সন্ধ্যা আনুমানিক ০৮:০০ ঘটিকার সময়। লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন ০৪নং সোনাপুর ইউপির ০৪নং ওয়ার্ডে অবস্থিত হাবিবা সাফি উল্যা দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার বৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজনের প্রধান মেহমান হিসাবে মুফতি আরিফ বিন হাবিব উপস্থিতি থাকবেন বলে বিকাশ এর মাধ্যমে প্রতারক চক্ররা ২০ হাজার টাকা হাতিয়ে নেন।
এই বিষয়ে হাবিবা সাফি উল্যা দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা পরিচালক মহোদয় জনাব হেলাল উদ্দিন যখন বুঝতে পারেন এটি একটি প্রতারক চক্রের ফাঁদ ছিলো এবং তাদের থেকে বিশ হাজার টাকা বিকাশ মাধ্যমে হাতিয়ে নিয়ে গেছে। বিষয় টি বুঝতে পেরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট- অগ্রযাত্রার জেলা প্রতিনিধির সাথে যোগাযোগ করা হয়। উনি বিষয় টি শুনে তাদের একটি পরামর্শ প্রদান করেন।
পরবর্তীতে উক্ত হাবিবা সাফি উল্যা দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা পরিচালক মহোদয় জনাব হেলাল উদ্দিন সকলের পরামর্শ মোতাবেক লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা কর্তব্যরত কর্মকর্তার সাথে এই বিষয়ে কথা বললে, তিনি একটি অভিযোগ জমা দিতে বলেন।
সেই প্রেক্ষিতে রায়পুর থানা ভুক্তভোগী একটি অভিযোগ জমা দেন এবং সুষ্ঠু বিচারের দাবী জানান। বিখ্যাত ব্যক্তির নাম ব্যবহার করে হাজার হাজার অর্থ হাতিয়ে নিচ্ছে এইচক্র।
এই বিষয় রায়পুর থানার ওসি সুষ্ঠু তদন্ত করে প্রতারক চক্র কে গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।