নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাংশের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আসাদুজ্জামান মুকুল রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ
শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল ডাকবাংলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম মজিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ মহিলা দলের সাধারণ সম্পাদক, মাসউদা আফরোজা হক সূচি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, বিএনপি নেতা দুরুল হোদা অন্যরা।
এ সময় নাচোল উপজেলা বিএনপি’র, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন
ভিউ: ৭২