অসহায় গরিবদের মাঝে গরু বিতরণ করেন ব্যারিস্টার এ এম মাসুম
Spread the love

অসহায় গরিবদের মাঝে গরু বিতরণ করেন ব্যারিস্টার এ এম মাসুম

 

প্রতিনিধি : মাওঃজাহিদুল

 

বরিশালের হিজলা উপজেলার, হিজলা গৌরব্দী ইউনিয়নে ৫০ জন অসহায় ও গরিব পরিবারের মাঝে গরুর বিতরণ করা হয় । ২ সেপ্টেম্বর বিকাল ৩ টায় আব্দুস সাত্তার মেমোরিয়াল নিম্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এফ এ আর গ্রুপের চেয়ারম্যান ও কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের ফারুক এর পক্ষ থেকে তার ছোট ভাই ব্যারিস্টার এ এম মাসুম অসহায় পরিবারের হাতে গরু তুলে দেয়।

ব্যারিস্টার মাসুম বলেন, এফ এ আর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের ফারুক ১৯৯০ সাল থেকেই অসহায় ও গরিবদের কে গরু, নগদ অর্থ,শীত মৌসুমে সোয়েটার, কম্বল, ঈদ উপলক্ষে শাড়ি লুঙ্গি থ্রি পিস, রমজানে বিভিন্ন মসজিদে ইফতার সহ নানা পণ্য দিয়ে আসছে। এছাড়াও অসহায় পরিবারের ছেলে-মেয়ে বিয়ে সহায়তা দিয়ে আসছে ৷

অনুষ্ঠানেও আরও বক্তব্য রাখেন, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খান

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিল, ধুলখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন মাতুব্বর, হরিনাথপুর কওমী মাদ্রাসার নায়েবে মোহতামিম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক,মাষ্টার আহসান উল্লাহ,আলহাজ্ব আব্দুল মান্নান ফারুক কাজী,হানিফ খান, এবং হিজলা গৌরব্দী ইউনিয়নের সাধারন জনগন ও ওলামায়ে কেরামগন ৷

ভিডিও ধারন তথ্য চিত্রে,

সর্বশেষ খবর

অসহায় গরিবদের মাঝে গরু বিতরণ করেন ব্যারিস্টার এ এম মাসুম

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031