রাজনৈতিক সংকট উত্তরণে বরিশাল হিজলা উপজেলায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন
বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে বরিশাল হিজলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার উদ্যোগে শ্রীপুর রাড়ী বাড়ী মাদরাসা মাঠ এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এবং বরিশাল জেলার ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী সৈয়দ এছহাক মোহাম্মাদ আবুল খায়ের ।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলার ইসলামী আন্দোলনের উপদেষ্টা কাজী মাওলানা মামুনুর রশিদ খান ইউসুফী, মাওলানা মোহাম্মাদ হাফিজুর রহমান, মাওলানা শরীফ মোহাম্মাদ আবুল কালাম আজাদ , মাস্টার মোহাম্মাদ নুরুল হক, মাওলানা মোহাম্মাদ মিজানুর রহমান ৷
সম্মেলনের সঞ্চালনায় ছিলেন মাওলানা আব্দুল্লাহ বিন কালাম
সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা ৷