মান্দায় চল্লিশটি গ্রামে রাস্তার কারণে চলাচলে দুর্ভোগে।
নওগাঁর মান্দা উপজেলার নুরুলাবাদ ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় অবস্থিত ফকিন্নি ব্রিজ হতে জোকাহাট হয়ে মিঠাপুর পর্যন্ত রাস্তাটির বেহাল দশা এতে অন্তত ৪০টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষ। এ যেন দেখার কেউ নেই। প্রায় ছয় মাসের অধিক সময় ধরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। ,, চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাও যেন দুষ্কর অবস্থা এতে অন্তত চারটি ইউনিয়নের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছেন। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট দপ্তর সহ স্থানীয় জণপ্রতিনিধিদের কাছে বারবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলেছেনা। তাই তারা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। এ ব্যাপারে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজম জানান, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী ইমাজউদ্দিন প্রামানিক এমপি পরামর্শক্রমে রাস্তাটি চলাচলের উপযুক্ত করার লক্ষে ইট বালি দিয়ে আপাতত কাজ করা হচ্ছে। মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধি