ফরিদপুর জেলার সালথা থানার সোনাপুর বাজারের রাস্তার বেহাল দশা।
ফরিদপুর জেলার সালথা থানার সোনাপুর বাজারের রাস্তার বেহাল দশা আমরা কিছুদিন আগে আরো একটা নিউজ করেছিলাম এ পর্যন্ত এ রাস্তার কোন সংস্কার হয় নাই বলে বাজার কমিটিটা জানান বাজার কমিটির সভাপতি প্রফেসর সাখাওয়াত হোসেন বলেন এ পর্যন্ত প্রায় তিন থেকে চার বছর যাবত এই রাস্তার বেহাল দশা রাস্তাটা সংস্কার করার জন্য আমরা উপজেলা প্রশাসনকে উদার্থ আহ্বান জানাচ্ছি এবং আমাদের এমপি মহোদয়ের নিকট জোর দাবি জানাই। বাজারের সেক্রেটার ি মোঃ ফরিদ মোল্লা বলেন এ পর্যন্ত রাস্তায় প্রতি নিহত যানবহন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে মানুষ চলাচলের অনেক ব্যাঘাত ঘটেছে এমনকি এই রাস্তা দিয়ে জোগাড় দিয়া উচ্চ প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের যাওয়ার বড় সমস্যা হচ্ছে এজন্য আমি আমাদের এমপি মহোদয়ের নিকট ও উপজেলা প্রশাসনিক নিকট জোর দাবি জানাচ্ছি যে দ্রুত আমাদের রাস্তাটা যেন সংস্কার করে দেওয়া হয় না হলে মানুষের দুঃখ কষ্টের কোন শেষ নাই বলে আমার মনে হয় বাজারের দোকান ধরা বলেন একটু বৃষ্টি হলেই আমাদের দোকানপাট বন্ধ রাখতে হয় কারণ রাস্তা এতটাই ভাঙ্গা যে কোন প্রকার যানবাহন চলার উপযোগী নয় এমনকি মানুষ চলাচল করার উপযোগী নয় তাই সকলের কাছে জোর দাবি জানাচ্ছি যেন অতি দ্রুত আমাদের এই সোনাপুর বাজার রাস্তাটা প্রায় হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন এবং এই রাস্তাটা হল মূল রাস্তা থেকে ময়নদিয়া বাজারে যাওয়ার প্রধান সড়ক তাই আমাদের রাস্তাটা দ্রুত সংস্কার করার দাবী আমরা জানাচ্ছি আশা করি আমাদের এমপি মহোদয় এবং উপজেলা প্রশাসন এটাকে দ্রুত সংস্কার করে দিবেন মানুষ চলাচলের জন্য উপযোগী করে গড়ে তুলবেন এই আশাবাদী আমাদের রইল।