ফরিদপুর দৈনিক নতুন রুপের বাহারে চলিতেছে ফরিদপুর ২ আসনের আব্দুস সোবহানের
নৌকার ভোটের মিলন মেলা।
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর সালথা প্রতিনিধি
৩১-৮-২০২৩
আজ বিকাল ৩১/০৮/২০২৩ বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে বলেন, নেতা রিদয় খান সুমন শুধুই মানবতায় ফেরিওয়ালা নন আব্দুস সোবহান
গ্রাম্য সুত্রে জানা তিনি জনদরদী এক জন নেতা
নগরকান্দা ও সালথা উপজেলা বিভিন্ন ইউনিয়নের জনগণের মুখে শোনা যায় তিনি মানুষের প্রতিনিধি যোগ্য নেতা
দান যাকাত সেবা মূলক চরিত্রে এক মহান মানুষ তিনি যদি সালথা ও নগরকান্দা এমপি হতে পারেন তাহলে শুধুই ফরিদপুর ২ আসনের মানুষ বদলে যাবে নন , সব দেশের বেকারত্ব দিন শেষ হবে খুলে যাবে মানুষের ভাগ্যর চাকা, সবার জন্য বেচে থাকার নতুন আস্থা, সালথা উপজেলা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটির নেতা রিদয় খান সুমন জানান, আব্দুস সোবহান একজন আদর্শ নেতা, যার প্রতিভায় পাওয়া বঙ্গবন্ধুর ইতিহাসের কথা, রিদয় খান সুমন প্রতিটি ইউনিয়নে গ্রাম মহল্লার চায়ের দোকানে গিয়ে নৌকায় ভোট চান, আরো বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নাই, শেখ হাসিনা সরকার মানে দশ ও দেশের বার বার উন্নয়ন, সবার সাথে আলাপ আলোচনা করে বলেন আগামী জাতীয় সংসদ দ্বদশ নির্বাচনে নোকার প্রার্থী হতে চলছেন আব্দুস সোবহান তিনি এদেশের নগরকান্দা থানার শসা গ্রামের কৃতি সন্তান, তাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই
শেখ হাসিনা সরকার হাতকে শক্তিশালী করতে হবে
বারবার দরকার শেখ হাসিনা সরকার
জয় বাংলা জয় বঙ্গবন্ধু