বরুড়া উপজেলার খোশবাস বাজারে প্রায় ঘটছে ভয়াবহ মর্মান্তিক মরামারি সহ বিভিন্ন ধরনের অনিয়ম
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের খোশবাস গ্রামে সম্প্রতি দুই গ্রুপের সংঘর্ষ হয়ে আসতেছে। প্রায় প্রতিদিনই খোশবাস বাজারে যেকোন ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে গুরুতর মারামারির ঘটনা ঘটে থাকে।পিস্তল,ককটেল,দা,ছেনী,লোহার রড সহ ভয়াবহ অস্র নিয়ে মারামারি হয়ে থাকে।এতে এলাকাবাসী সহ খোশবাস বাজারের বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ীরা খুবই আতঙ্কের মধ্যে আছেন । গতকালও এমন এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।এতে এলাকাবাসীসহ কয়েকজন সাধারণ মানুষ গুরুতর আহত হয়।পরে বরুড়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এবং একজন বাদী হয়ে বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন।
একই বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পারি- প্রায় প্রতি দিনই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, খোশবাস বাজারে দুই গ্রুপের মধ্যে মারামারি হয় এবং দোকানপাট ভাংচুরের মত ভয়াবহ ঘটনা ঘটে থাকে।
বাজার কমিটিরা পর্যন্ত এমন ধরনের আচরনে আতঙ্কে আছে।তারা আরো বলেব-আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতিদ্রুত যাতে এ সমস্যার সমাধান হয়।
এছাড়াও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় – ওনারা এসব নিকৃষ্ট জনক ঘটনার সঠিক একটা সমাধানের জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছেন।